Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পিডিবিএফ-এর সেবা ও ধাপ
বিস্তারিত

উপকারভোগীদের কর্ম্-সংস্থান সৃষ্টি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য ঋন সহায়তা প্রদান :

      পিডিবিএফ পল্লীর দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের পূঁজি গঠনের পাশাপাশি কর্ম্-সংস্থান সৃষ্টি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য ঋন সহায়তা প্রদান করে থাকে।এই ঋন সহায়তার আওতায় পিডিবিএফ-এর দুই ধরনের ক্ষুদ্র ঋন কার্য্ ক্রম চালু রয়েছে। যেমন : ক্ষুদ্র ঋন ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋন।

 

▪ক্ষুদ্র ঋন কার্য্ক্রম :

দল ও সমিতির মাধ্যমে ক্ষুদ্র ঋন কার্য্ক্রম পরিচালিত হয় ।এই ঋন কার্য্ক্রম পরিচালনার উল্লেখযোগ্য নীতিমালা নিম্নরুপ-

সঞ্চয় জমা : প্রত্যেক সাপ্তাহিক সভায় প্রত্যেক সদস্যকে সঞ্চয় জমা দিতে হয়।উক্ত সঞ্চয় সদস্য যে কোন সময় উত্তোলন করতে পারে।তবে ঋন নিতে হলে ঋনের টাকার পরিমানের ভিত্তিতে নু্ন্যতম অনুপাতে সাধারন সঞ্চয় জমা রাখতে হয়। যেমন-১ম দফায় ৫%, ২য় দফায় ১০%,৩য় দফায় ১৫%,৪র্থ্ দফায় ২০%,৫ম ও তদতিরিক্ত ২৫%।

ঋন প্রাপ্তি: পিডিবিএফ প্রায় ১৮০ টি কর্ম্-কান্ডে ঋন দিয়ে থাকে।সমিতির কোন সদস্যার ঋনের প্রয়োজন হলে তিনি তার সংহতি দলের নেতা,সভাপতি/সভানেত্রী,পিতা/ত্স্বামী/অবিভাবকের স্বাক্ষর সহ ঋনের যৌক্তিকতা সহ আবেদন পত্র সংশ্লিষ্ট মাঠ-কর্মীর নিকট জমা প্রদান করবেন।মাঠ-কর্মী যাচাই বাছাই করে সুপারিশ সহ উপজেলা দারিদ্র বিমোচন অফিসারের নিকট ঋন অনুমোদনের জন্য উপ-স্থাপন করবেন। উপজেলা দারিদ্র বিমোচন অফিসার যাচাই বাছাই শেষে উপযুক্ত মনে করলে ঋন অনুমোদন করবেন অন্যথায় বাতিল করবেন।ঋনের সিলিং এর উপর ভিত্তি করে উপজেলা দারিদ্র বিমোচন অফিসারের সুপারিশের ভিত্তিতে উপ-পরিচালক/যূগ্ন-পরিচালক/অতিরিক্ত পরিচালক/পরিচালক মহোদয় ঋনের অনুমোদন সাপেক্ষে উপজেলা দারিদ্র বিমোচন অফিসার ঋন বিতরন করবেন।

ঋনের সিলিং- ৬০০০/- টাকা হতে ১,০০,০০০/- টাকা পর্য্ন্ত।

ঋনের সার্ভিস চার্জ্ ও পরিশোধ পদ্ধতি  : ঋনের সার্ভিস চার্জ্ ১২%। এক বছরে ৪৫ কিস্তিতে পরিশোধ করতে হয়।

ক্ষুদ্র উদ্যোক্তা ঋন কার্য্ক্রম ( SELP ):

 যে সকল ক্ষুদ্র উদ্যোক্তা প্রয়োজনীয় পূঁজির অভাবে তাদের ব্যবসায়িক কার্য্ক্রম সফলভাবে পরিচালিত করতে পারছেন না,তাদেরকে এই ঋন দেওয়া হয়।এই ঋন ৫০,০০০/- টাকা হতে ৮,০০,০০০/- টাকা পর্য্ন্ত হতে পারে। এই ঋনের সার্ভিস চার্জ্ ১২.৫%। মাসিক কিস্তিতে এক থেকে দুই বছরের মধ্যে ঋন পরিশোধ করতে হয়।পিডিবিএফ-এর সেল্প কর্মীর মাধ্যমে নির্দিষ্ট ছকে আবেদন করতে হয়। আবেদনে উপজেলা দারিদ্র বিমোচন অফিসারের সুপারিশের ভিত্তিতে সিলিং এর উপর উপ-পরিচালক/যূগ্ন-পরিচালক/পরিচালক অনুমোদন দিয়ে থাকেন। অনুমোদন সাপেক্ষে উপজেলা দারিদ্র বিমোচন অফিসার প্রয়োজনীয় কাগজপত্রাদি গ্রহন পূর্ব্ক ক্রস-চেকের মাধ্যমে ঋন বিতরন করা হয়।

মানব সম্পদ উন্নয়ন কার্য্ক্রম :

পিডিবিএফ কর্মী্ এবং সুফভোগীদের দক্ষ মানব-সম্পদ হিসাবে গড়ে তুলতে বিভিন্ন কার্য্ক্রম পরিচালনা করে থাকে।পিডিবএফ এর লক্ষ্য অর্জনে কর্মী,সুফভোগী,জন-প্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্ম্কর্তা/কর্ম্চারী সহ দক্ষ মানব-সম্পদ হিসাবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করে থাকে।